নিজস্ব সংবাদদাতাঃ
একটানা বৃষ্টিতে ভাসছে দেশের পশ্চিম অংশ। এবার ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ভারতেও। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারত জুড়ে। ঘূর্ণিঝড় শাহিন যতই ওমান উপকূলের দিকে এগোবে, ততই তামিলনাড়ু, কেরল ও কর্নাটক এর উপকূলবর্তী এলাকাজুড়ে বৃষ্টিপাত বাড়বে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতরের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, কোঙ্কন উপকূল জুড়ে আজ থেকেই বৃষ্টিপাত শুরু হবে। মহারাষ্ট্র ও গোয়াতেও আগামী ৬ তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।