নিজস্ব সংবাদদাতাঃ প্রিমিয়ার লীগে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির মধ্যে আজকের হাই ভোল্টেজ ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়েছে খেলাটি।
লিভারপুলের হয়ে ৫৯ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন এস. মানে। দ্বিতীয় গোলটি ৭৬ মিনিটের মাথায় করেন এম. সালাহ ।অন্যদিকে ম্যানসিটি হয়ে ৬৯ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন পি. ফডেন । খেলার একদম শেষ সময়ে ৯১ মিনিটের মাথায় কে. ডি ব্রুইন দ্বিতীয় গোলটি করে দলের সমতা ফেরান। এই অমীমাংসিত খেলার ফলের পর লীগ টেবিলে লিভারপুল দুই এবং ম্যানসিটি তিন নম্বর স্থান ধরে রাখল।