নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগে ২-১ গোলে ভিল্লা কে হারালো টটেনহ্যাম। টটেনহ্যামের হয়ে ২৭ মিনিটের মাথায় প্রথম গোলটি করে পি. হজবিয়ার্গ। খেলায় ৭১ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন এম. টার্গেট। অন্যদিকে ভিল্লার হয়ে একমাত্র গোলটি করেন ও. ওয়াটকিন্স। এই ম্যাচে জয় লাভের পর টটেনহ্যাম লীগ টেবিলের অষ্টম স্থানে এবং ভিল্লা দশম স্থানে রয়েছে।