নিজস্ব প্রতিনিধি, আদ্দিস আবাবা: আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশ ইথিওপিয়ায় সোমবার জাতীয় ও আঞ্চলিক স্তরে ভোট হলো কয়েক দশকের দমনমূলক শাসনের পর। প্রধানমন্ত্রী অ্যাবিই আহমেদ(৪৫), ২০১৮এ ক্ষমতায় আসার পর রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার শুরু করেন। কিন্তু যুদ্ধবিধ্বস্ত টিগরে অঞ্চলে পীড়নের অভিযোগ আসতে থাকে, যেখানে ভোট হয়নি। অ্যাবিই দাবি করেছিলেন, ইথিওপিয়ায় এটিই প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রথম প্রয়াস। রাজধানী আদ্দিস আবাবায় সকাল ৬টায় ভোট শুরু হওয়ার কিছুক্ষণ আগে থেকেই ভোটাররা আসতে শুরু করে। অ্যাবিই-র নতুন গঠিত প্রস্পেরিটি পার্ট্ নির্বাচনে এগিয়ে রয়েছে। প্রাক্তন রাজনৈতিক বন্দি বারহানু নেগা হলেন অন্য উল্লেখযোগ্য প্রার্থী কিন্তু তার ইথিওপিয়ান সিটিজেনস ফর সোশ্যাল জাস্টিস পার্টি শহরের বাইরে সমর্থন পেতে হিমশিম খাচ্ছে। গত নির্বাচনে শাসক জোট ও তার শরিকরা ৫৪৭টি আসনের সবকটি জিতেছিল। এইবার ইথিওপিয়ার ১০৯ মিলিয়ন জনগণের ৩৭ মিলিয়ন ভোটদানের জন্য নথিভুক্ত হয়েছে। জাতীয় নির্বাচন বোর্ড জানিয়েছে, আগের যে কোনও ভোটের তুলনায় এইবার প্রার্থীর সংখ্যা অনেক বেশি।
আরও খবরঃ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=3522/ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=3510
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm