বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে সুইডেন দল থেকে ছিটকে গেলেন ইব্রাহিমোভিচ

author-image
Harmeet
New Update
বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে সুইডেন দল থেকে ছিটকে গেলেন ইব্রাহিমোভিচ

নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে কসোভা ও গ্রীসের মুখোমুখি হবে সুইডেন। সেই দল থেকে ছিটকে গেলেন এসি মিলানের সুইডিশ তারকা জলাটন ইব্রাহিমোভিচ। সুইডিশ ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তারকা স্ট্রাইকারের বদলে নেওয়া হচ্ছে কভেন্ট্রি সিটির ভিক্টর গিয়োকেরেজকে। আজ, রবিবার ৪০তম বছরে পা দিচ্ছেন ইব্রা। এইবছরের মে মাসে জুভেন্তাসের বিরুদ্ধে হাঁটুতে চোট পাওয়ার পর ইউরো ২০২০তেও খেলতে পারেননি সুইডিশ তারকা। একটি মাত্র ম্যাচে মাঠে নেমেছিলেন ইব্রা। সুইডেন দলের কোভ জেন অ্যান্ডারসন বলেন - ইব্রাহিমোভিচ এখনও পুরোপুরি সেরে ওঠেননি। রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া চলছে। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের আসন্ন ম্যাচগুলিতে তাঁকে পাওয়া যাবে না।