নিজস্ব সংবাদদাতাঃ খাতায় কলমে প্লে অফের ওঠার আশা এখনও রয়েছে। পঞ্জাবের কাছে শেষ মুহূর্তে হার দলের মনোবল ভেঙে দিয়েছে। আর ২টো ম্যাচ বাকি। সেই ২টো ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আজ রাতে নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। শুধু ম্যাচ জিতলেই চলবে না। তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে। ক্যাপ্টেন মর্গ্যানের চূড়ান্ত অফ ফর্ম ভোগাচ্ছে নাইটদের।