উপনির্বাচনে বিকল্প ব্যবস্থা নিল নির্বাচন কমিশন

author-image
Harmeet
New Update
উপনির্বাচনে বিকল্প ব্যবস্থা নিল নির্বাচন কমিশন

নিজস্ব সংবাদদাতাঃ নন্দীগ্রামের ভোট গণনা মনে পড়ে? একুশের ভোটে বাংলার এপিসেন্টার হয়ে ওঠা কেন্দ্রে দুপুরের পর থেকেই টানটান উত্তেজনা। একবার এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো পরোক্ষণেই শুভেন্দু অধিকারী। এই করতে করতে বিকেলের দিকে সংবাদসংস্থা এএনআই জানিয়ে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গিয়েছেন। ঠিক তার কিছুক্ষণ পরেই জানা যায়, মোটেও মমতা জেতেননি। ফের গণনা শুরু হয়েছে। তারপর কমিশন ঘোষণা করে, মমতাকে হারিয়েছেন শুভেন্দু। যদিও তা নিয়ে কোর্টে মামলা চলছে। কিন্তু নন্দীগ্রাম থেকে শিক্ষা নিয়েই বোধহয় ভবানীপুরের উপনির্বাচনে বিকল্প ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। ভবানীপুরের ভোট গণনা হচ্ছে এলগিন রোডের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। সেখানে একটি বোর্ড ঝুলিয়েছে কমিশন। প্রতিটি রাউন্ড গণনার শেষে প্রার্থীদের নামের পাশে সেই বোর্ডে প্রাপ্ত ভোটের সংখ্যা লিখে দেবেন কমিশনের আধিকারিকরা। যাতে আর ধন্দ থাকবে না।