জিন্স দেখেই বোঝা যাবে ডায়াবিটিসের আশঙ্কা আছে কি না ?

author-image
Harmeet
New Update
জিন্স দেখেই বোঝা যাবে ডায়াবিটিসের আশঙ্কা আছে কি না ?

নিজস্ব সংবাদদাতা:  সমীক্ষায় খুব স্পষ্ট ভাবেই এটি বোঝা গিয়েছে। অনেকেই ‘টাইপ ২’ ডায়াবিটিসে আক্রান্ত হন। কিন্তু তা চট করে টের পাওয়া যায় না। কিন্তু কোমর এবং পেটের কাছ অল্প মেদবৃদ্ধিও এই ধরনের ডায়াবিটিসের লক্ষণ হতে পারে। ২০-২১ বছর পর্যন্ত কোমরের হাড়ের গঠনে কিছুটা বদল হয়। তার পরে আর হয় না। এর পরে যদি কোমর এবং পেটের এলাকার মাপ বাড়ে, তা হলে সেটি সম্পূর্ণ রূপে মেদের কারণেই। এবং সেটি ‘টাইপ ২’ ডায়াবিটিসেরও একটি লক্ষণ।