নিজস্ব সংবাদদাতা: বেশি করে যৌনসহবাসের সঙ্গে সুস্থ হার্টের সম্পর্ক রয়েছে। এক গবেষণায় পাওয়া যায় যে, যেসব পুরুষেরা এক সপ্তাহে দুই বা ততোধিক বার যৌনসহবাস করেছেন, তাদের মধ্যে কার্ডিওভাস্কুলার রোগ বিকশিত হওয়ার ঝুঁকি কম ছিল। যৌনসহবাসের সময় হার্ট অ্যাটাকের সম্ভাবনাও খুব কম। দ্য ফ্রেমিংহাম হার্ট স্টাডি অনুসারে, যেসব পুরুষদের ডায়াবেটিস বা ধূমপানের অভ্যাস নেই, তাদের যৌনসংগমের সময় হার্ট অ্যাটাকের সম্ভাবনা এক মিলিয়নে একজন।