জলের হাহাকার খনি অঞ্চলে

author-image
Harmeet
New Update
জলের হাহাকার খনি অঞ্চলে

হরি ঘোষ, দুর্গাপুরঃ দামোদর নদের শাখা নদী নুনিয়া নদীর জল স্তর এতটাই বেড়ে যায় যে বছরখানেক আগে নির্মিত ডামালিয়া ব্রিজের ওপর জল উঠে যায়। নদীতট থেকে প্রায় কুড়ি ফুট উচ্চতার এই ব্রিজের নিচের এক অংশের মাটি সরে গিয়ে ব্রীজে ওঠার রাস্তা ধসে পড়ে। একসাথে রানীগঞ্জের জল সরবরাহের পাইপ লাইন জলের তোড়ে ভেঙে গুড়িয়ে যায়। যার ফলে রানীগঞ্জ শহরের সমস্ত এলাকার সাথেই গ্রামীণ এলাকার বেশ কিছু অংশে বৃহস্পতিবার থেকেই জল সরবরাহ বন্ধ হয়ে যায়। রানীগঞ্জ শহরে আসা জল সরবরাহের দুটি লাইন ভেঙ্গে পড়ায় প্রত্যহ ৫ মিলিয়ান গ্যালন জল সরবরাহ বন্ধ হয়ে যায় মুহূর্তে। এই খবর সামনে আসতেই দিকে দিকে মাইকিং করে জল সরবরাহ বন্ধ থাকার বিষয়টি জানিয়ে দেওয়া হয়, আসানসোল কর্পোরেশন এর তরফে। এরপর আপাতকালীন জল সরবরাহের উদ্যোগ নেয় আসানসোল কর্পোরেশন ও রানীগঞ্জের বিধায়ক তথা এডিডিএ র চেয়ারম্যান। জল সমস্যা মেটানোর জন্য দুর্গাপুর কর্পোরেশন, আসানসোল পৌর নিগম, ডিভিসি কর্তৃপক্ষ ও এশার নামক সংস্থার মাধ্যমে ট্যাঙ্কারে করে জল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে ও শনিবার দুপুরে বেশ কয়েকটি এলাকায় জল সরবরাহ সঠিকভাবে হচ্ছে না এই দাবি করে গির্জা পাড়া সংলগ্ন এলাকায় ও অন্য কয়েকটি অংশে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বেশকিছু এলাকাবাসী। যদিও পরে প্রশাসনিক হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিকে রানীগঞ্জ শহর এলাকায় জল সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতায় পাইপ লাইন মেরামত করে পাইপ জোড়ার কাজ শুরু করেছে নগর নিগমের নির্মাণকর্মী থেকে শুরু করে ইঞ্জিনিয়াররা।