সুজিত গৌর, হুগলীঃ অক্সিজেন ছাড়াই দুর্গম ধৌলাগিরি জয়, প্রথম ভারতীয় হিসাবে নজির চন্দননগরের পিয়ালির। ২০১৯ সালে কৃত্রিম অক্সিজেনে টান পড়ায় পৃথিবীর সব্বোর্চ শৃঙ্গ এভারেস্ট জয়ের মাত্র ৪৫০ মিটার আগে থেকেই ফিরে আসতে হয়েছিল তাঁকে। আর সেই জেদে ভর করেই প্রায় অসাধ্য সাধন করলেন চন্দননগর কাটাপুকুরের পিয়ালি বসাক। শুক্রবার কৃত্রিম অক্সিজেন ছাড়া বিশ্বের সপ্তম সব্বোর্চ শৃঙ্গ ধৌলাগিরি জয় করলেন তিনি। সেই সঙ্গে গড়লেন নয়া নজিরও। এই প্রথম কোন ভারতীয় পর্বতারোহী কৃত্রিম অক্সিজেন না নিয়েই ছুলেন ধৌলাগিরি শৃঙ্গ (৮১৬৭ মিটার)। নারী পুরুষ নির্বিশেষে তিনিই প্রথম বাঙ্গালী যার ঝুলিতে এল এই সন্মান। চন্দননগর কাটাপুকুরে পিয়ালীদেবীর বাড়ীতে এ খবর এসে পৌছতে খুশির আমেজ গোটা পরিবারে। এখন একটাই প্রার্থনা পর্বতারোহী পুরো দলটি যাতে নিরাপদে অবতরন করে। পিয়ালি দেবীর বোন তমালী বসাক জানান- পিয়ালিদেবী দীর্ঘদিন ধরেই পর্বতারোহনের সঙ্গে যুক্ত। ছোটবেলায় উত্তরভারতের পার্বত্য অঞ্চলে ঘুরতে গিয়েই পাহাড়ের প্রেমে পড়ে যান পিয়ালিদেবী।