নিজস্ব সংবাদদাতাঃ কৃষ্ণানবমীর দিন থেকে শুরু হল কাশীপুর পঞ্চকোট রাজবংশের দুহাজার বছর পুরোনো দুর্গাপুজো। রাজবংশের প্রথা মেনে এই দিন থেকেই দুর্গাপূজা শুরু হয় কাশীপুর দেবী বাড়ির মন্দিরে,এখানে মা পূজিতা হন রাজরাজেশ্বরী রূপে।কথিত রয়েছে, রামচন্দ্র রাবণ বধের জন্য যে ১৬ দিনব্যাপী পুজো করে ছিলেন, সেই ধারা মেনে এখানে ১৬ দিন ধরে মা পূজিতা হন। সেই কারণে এই পুজোকে ষোড়শকল্পের পুজোও বলা হয়। ষোড়শ কল্পের ষোড়শী রূপে মা পূজিত হন। প্রথা মেনে আজও মন্দির চত্বরে একসাথে সম্মিলিত হয় মায়ের প্রসাদ গ্রহণ করেন রাজ পরিবারের সদস্যরা।রাজপুরোহিত গৌতম চক্রবর্তী জানান, 'পঞ্চকোট রাজ বংশের এই দেবী মন্দিরে বেলবরণ হয় না, মা মন্দিরে সারা বছরই অধিষ্ঠিত থাকেন। এখানে আজও বলি প্রথা রয়েছে। দুর্গাপূজার অষ্টমীর দিন শ্রীনাদ মন্ত্র পাঠ করা হয় যা 'অতি গুপ্ত'। দুর্গাপূজার অষ্টমীর দিন দেবী মন্দিরের মণ্ডলে মা রাজরাজশ্রীর পায়ের ছাপ পড়ে যা অবিশ্বাস্য হলেও আজও সে ধারা অব্যাহত।