নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বিমান হামলা চালাল মার্কিন প্রদেশ। এই বিমান হামলাতে মৃত্যু হয়েছে এক শীর্ষ আল কায়দা নেতার। এমনটাই খবর মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড সূত্রে । তাদের দাবি, আল কায়দার এক সিনিয়র নেতাকে লক্ষ্য করে ইদলিব প্রদেশের কাছে মার্কিন বাহিনী একটি জোরাল হামলা চালায়। এবং ওই হামলাতে আল কায়দা নেতার মৃত্যু হয়েছে। ২০ সেপ্টেম্বরের ওই আক্রমণে আল কায়দা নেতা সেলিম আবু আহমেদ নিহত হয়েছে বলে দাবি তাঁদের।