নিজস্ব সংবাদদাতাঃ এ এক পাহাড়ি পার্ক। যার নাম নাইটিংগেল পার্ক। পাহাড়ের তুষার মাখা শিখরগুলি এখানে আলাদাই এক অনুভূতি দেবে আপনাকে। দার্জিলিঙয়ের ম্যাল থেকে ১০ মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন এই পার্কে। ১৯৩৪ সালের ভূমিকম্পে এটি একবার নষ্ট হয়ে যায়। তারপর আবার এটির সংস্কার করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তাই শহুরে আর পাঁচটা পার্কের ভীড় কাটিয়ে নিজেকে বা নিজেদেরকে নতুন ভাবে পেতে হলে চলে আসতে হবে এই নাইটিংগেল পার্কে।