নিজস্ব সংবাদদাতাঃ ভারতে তৈরি কোভিশিল্ড টিকার মান্যতা নিয়ে টালবাহানার অন্ত নেই। ব্রিটেনের সরকার সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ভারতীয়দের ব্রিটেনে আগমনের পর ১০ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার ঘটনায় আরও উত্তাল হয়েছে পরিস্থিতি। এর মধ্যেই রাষ্ট্রপুঞ্জের ৭৬তম অধিবেশনের সভাপতি জানিয়ে দিলেন, তিনি ভারতে তৈরি কোভিশিল্ডেরই দুই ডোজ নিয়েছেন।। তিনি যে কোভিশিল্ডকে মান্যতা দেওয়ার পক্ষেই তা তাঁর সুরেই স্পষ্ট। ইতিমধ্যেই ৬.৬ কোটি কোভিশিল্ড ডোজ ১০০টি দেশে পাঠিয়েছে ভারত। তার মধ্যেই আছে মালদ্বীপ, সেখানকার নাগরিক হিসেবে টিকা পেয়েছেন আবদুল শাহিদ।