হাইকোর্টের নিয়মাবলীতে নেতাজি স্পোর্টিং

author-image
Harmeet
New Update
হাইকোর্টের নিয়মাবলীতে নেতাজি স্পোর্টিং



নিজস্ব সংবাদদাতাঃ
মহামান্য উচ্চ আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এবছর পুজো মণ্ডপে কোনো দর্শককে প্রবেশ করতে দেওয়া যাবে না। সেই অনুযায়ী লেকটাউন  নেতাজি স্পোর্টিং ক্লাব এবারে এমনভাবে উদ্যোগ নিয়েছে যাতে কোনো দর্শকেই যেন মণ্ডপে না ঢুকতে হয়। ক্লাবের সদস্য শ্রীতমা দেবী বলেন যে, " গোটা লেকটা জুড়ে আমাদের পুজো হয়। তাই ভীড় হওয়ার আশঙ্কা আমাদের খুব কম। আর যদিও বা ভীড় হয় তার জন্য আমাদের ক্লাব ভলেন্টিয়াররা তো আছেই তা সামলানোর জন্য। আর এছাড়াও করোনার জন্য মাস্ক পরে দর্শকদের আসতেই হবে। আর এছাড়াও আমাদের এখানে স্যানিটাইজারের ব্যবস্থাও থাকবে।"