দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ হঠাৎ করেই পাম্প না করেই ঘন্টার পর ঘন্টা টিউবওয়েল থেকে জল পড়ছে। যা নিয়ে রীতিমতো হতবাক এলাকার বাসিন্দারা। যদিও তারা অনুমান করতে পেরেছে নদীর জলস্তর অতিরিক্ত বাড়ার ফলেই এই ঘটনা। ছবি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের হরিদ্রাপাট এলাকায়। এলাকার কাঁসাই নদী বাঁধ সংলগ্ন এক ব্যাক্তির বাড়ীতে একটি পানীয় জলের টিউবওয়েলে আছে। হঠাৎ করে আজ সকাল থেকে পাম্প না করেই অনবরত জল পড়ছে। যা দেখতে ভিড় জমিয়েছে বহু মানুষ। প্রায় ৩ ঘন্টা এই ভাবেই জল বেরোচ্ছে টিউবওয়েল থেকে।