নিজস্ব সংবাদদাতাঃ পুজোর আগেই প্লাবিত বঙ্গ। ভেসে গিয়েছে একের পর এক নদী। জেলায় জেলায় বাঁধ বিপত্তি। পরিস্থিতি খতিয়ে দেখতে আকাশপথেই বড়জোড়ার ঘুটঘুড়িয়াতে আসার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেখানেই জেলাশাসকের সঙ্গে বৈঠকের কথা ছিল। কীভাবে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় তা নিয়েই ছিল বৈঠক। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। বদলে, আরামবাগে হেলিপ্যাড গ্রাউন্ডে নামতে পারে মুখ্যমন্ত্রীর কপ্টার। সূত্রের খবর, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ, শনিবার, দামোদরের তীরবর্তী সোনানুখী, বড়জোড়া, পাত্রসায়র ও ইন্দাস এই চার ব্লকের গ্রামগুলি পরিদর্শন করার কথা ছিল। দুপুর ১২ টার পরেই বাঁকুড়াতে আসতেন মমতা। তবে জানা গিয়েছে, শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। কেন এই সিদ্ধান্ত বদল তা যদিও স্পষ্ট নয়। সূত্রের খবর, আকাশপথেই বাঁকুড়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার ওই চারটি ব্লক পরিদর্শনে আসতে পারেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।