নিজস্ব সংবাদদাতাঃ গাজিয়াবাদের অপলা মিশ্র ইউপিএসসি পরীক্ষায় নবম স্থান অর্জন করেছেন। অপলা দাঁতের চিকিৎসক। তাঁর বাবা ও দাদা সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার। অন্যদিকে তাঁর মা দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দির অধ্যাপিকা। এবারে ইউপিএসসি পরীক্ষায় এক রেকর্ড স্থাপন করলেন তিনি। UPSC-এর ইন্টারভিউতে সর্বকালের সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি। এতদিন ইন্টারভিউ রাউন্ডে সর্বোচ্চ নম্বর ছিল ২১২। তার থেকেও তিন নম্বর বেশি, অর্থাৎ ২১৫ নম্বর পেয়েছেন অপালা।