সবুজের হাতছানি

author-image
Harmeet
New Update
সবুজের হাতছানি

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ দুর্গাপুজোতে এবছর পর্যটকদের জন্য প্যাকেজ ট্যুর চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। পাহাড় সমতল মিলিয়ে উত্তরবঙ্গের আট রুটে পর্যটকদের জন্য এই বিশেষ প্যাকেজ ট্যুর চালু করা হচ্ছে। লাভা, লোলেগাও, মূর্তী, ঝালং সবই অন্তর্ভুক্ত থাকছে এই প্যাকেজ ট্যুরে। মহালয়ার দিন থেকে এই প্যাকেজ ট্যুর চালু করা হচ্ছে। নাম দেওয়া হয়েছে 'সবুজের হাতছানি'। মাথা পিছু ৮৫০ টাকা থেকে ৪৫৫০ টাকা পর্যন্ত প্যাকেজ থাকছে এই ট্যুরে। অন লাইন ও অফ লাইনে দুইভাবেই এই ট্যুর প্যাকেজ বুক করা যাবে। ইতিমধ্যেই বুকিং নিতে শুরু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আলিপুরদুয়ারে এই কথা ঘোষনা করেছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। পার্থপ্রতিম রায় বলেন, " পুজোয় আমরা সবুজের হাতছানি নাম দিয়ে প্যাকেজ ট্যুর শুরু করছি। মহালয়া থেকে তা শুরু হবে। শুধু তাই নয় আমরা দোতলা বাসে জয় রাইড চালু করছি। এছাড়া বিভিন্ন দুরপাল্লার রুটে বাস চালু ছাড়াও পুজোর সময় বেশি রাত পর্যন্ত আমরা গ্রামে বাস চালাবো, যাতে শহর থেকে গ্রামে পুজো দেখে ফিরতে মানুষের অসুবিধা না হয়। "