বন্যা পরিস্থিতিতে নজর সেচ মন্ত্রীর

author-image
Harmeet
New Update
বন্যা পরিস্থিতিতে নজর সেচ মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ  প্রবল বর্ষন ও ডিভিসি জল ছাড়ার কারনে রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত। যার ফলে উদ্বেগ প্রকাশ করলেন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি বলেন মাত্রাতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে রাজ্যের তিনশ থেকে সাড়ে তিনশ মিলিমিটার বৃষ্টি হয়। গতকাল দুর্গাপুর ব্যারেজ ২লক্ষ ৭৫ হাজার কিউসেক জল ছাড়ে আজকে তা কমে ১ লক্ষ ৯৪ হাজার জল ছাড়ে। উদ্বেগ বাড়িয়ে বলেন যে জল ছেড়েছে তার এফেক্ট এখনও পাওয়া যায়নি, খানাকুল, উদয়নারায়নপুর, আমতা ১ ও ২ এলাকা গুলিতে বন্যার এফেক্ট পড়বে। আমরা আগে বর্ষনের থেকে প্রস্তুতি নিয়ে ছিলাম, এরপর কতটা জল বাড়ে তাঁর জন্য আগাম প্রস্তুতি নিয়ে রেখেছি ,পাশাপাশি ত্রান শিবিরও খোলা হয়েছে । দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, বাঁকুড়া এলাকায় জল ছাড়ার পরিমাণ ছিল ১ লক্ষ ২০ হাজার কিউসেক। আরামবাগের কয়েকটা ব্রীজ ভেঙে গন্ধেশ্বরী নদীর জল  প্লাবিত করেছে বন্দর এলাকা, খানাকুল ঘাটালে জলস্তর বাড়তে পারে। সার্বিক ভাবে এখনও পর্যন্ত নদীবাঁধ গুলি নিয়ন্ত্রণে রয়েছে। আরও বৃষ্টিপাত হলে বন্যা পরিস্থিতি কোন জায়গায় যাবে তা বলা মুশকিল। তবে সেচ দপ্তরের সমস্ত আধিকরিকদের ছুটি বাতিল করা হয়েছে। আরামবাগ ঘাটালে পর্যাপ্ত পরিমানে শুকনো খাবার ও ত্রিপল পৌঁছে দেওয়া হয়েছে দুর্গত এলাকায়, ইতিমধ্যে সেনা বাহিনী নামানো হয়েছে।