হাবিবুর রহমান, ঢাকাঃ সারা বিশ্বের মতো বাংলাদেশেও শুক্রবার উদযাপিত হয়েছে ৩১তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। চতুর্থ শিল্প বিপ্লবের প্রাক্কালে সব বয়স-শ্রেণীর জনগণের জন্য ডিজিটাল সমতার ওপর গুরুত্ব দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা’। করোনা অতিমারির বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ বছর দিবসটি অনাড়ম্বরভাবে পালিত হয়েছে। এছাড়া দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার প্রবীণদের জন্য ভাতা কার্যক্রম চালু করেছে। ১৯৯৭-৯৮ সাল থেকে ষাটোর্ধ্বদের ভাতা প্রদান করা হচ্ছে। বর্তমানে প্রতিজন মাসিক ৫০০ টাকা হারে ভাতা পাচ্ছেন।