বলিউডে পা রাখতে চলেছে ইব্রাহিম না তৈমুর-জেহ?

author-image
Harmeet
New Update
বলিউডে পা রাখতে চলেছে ইব্রাহিম না তৈমুর-জেহ?


নিজস্ব সংবাদদাতাঃ
বলিউডে পা রাখতে চলেছে ইব্রাহিম-তৈমুর-জেহ? শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ আলি জানিয়েছেন যে তার বড় ছেলে ইব্রাহিম অভিনেতা হতে চান। এবার শোনা যাচ্ছে, করণ জোহরের 'রকি অউর রানি কী প্রেম কাহিনীতে' সহকারী পরিচালক হিসেবে কাজ করতে চলেছেন ইব্রাহিম।