দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় ফের বন্যা,শিলাবতী ও কেঠিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর জল বাঁধ ছাপিয়ে ঢুকছে একের পর এক গ্রামে। বিগত বন্যায় ভেঙে থাকা নদী বাঁধ দিয়েও জল ঢুকছে এলাকায়। চন্দ্রকোনার দুটি ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন,জল ঢুকেছে বহু বাড়িতে। জলের তলায় একের পর গ্রামীণ সড়ক ফলে বন্ধ যোগাযোগ ব্যবস্থা। ইতিমধ্যে জল ঢুকে প্লাবিত চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১,ভগবন্তপুর ২ ও বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। জলের তলায় পানীয় জলের ট্যাপ থেকে বিঘর পর বিঘা চাষের জমিও,ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন চাষীরা। প্লাবিত গ্রামগুলির বাসিন্দাদের কথায়,আগের তিনটি বন্যার থেকেও এবারের পরিস্থিতি আরও ভয়াবহ। একে বৃষ্টির জল তার উপর ব্যারেজের ছাড়া জলে ফুলে ফেঁপে উঠেছে নদীগুলি। প্রশাসনের তরফে মাইকিং প্রচার করে সতর্ক করা হচ্ছে এলাকাবাসীদের। প্রশাসনের তরফে গ্রাম পঞ্চায়েতগুলির মাধ্যমে বন্যার্তদের রিলিফ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশকিছু মাটির বাড়ি ভেঙে গিয়েছে,এই বন্যার জল নামলে আরও বেশকিছু মাটির বাড়ি ক্ষয়ক্ষতি হবে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ।