আতঙ্কে দিন কাটাছেন পাঁশকুড়ার মানুষজন

author-image
Harmeet
New Update
আতঙ্কে দিন কাটাছেন পাঁশকুড়ার মানুষজন

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ কংসাবতী নদী ফের ফুলে ফেঁপে উঠেছে। কংসাবতী ডিভিসি ২৫ হাজার কিউসেক জল ছাড়ার কারনে ফের কংসাবতী নদীর জল থই থই করছে। গুলাব ঝড়ের প্রভাবে অবিরত বৃষ্টিপাতের ফলে বন্যার উপক্রম তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া শহরে। এমনিতেই পাঁশকুড়া ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত রয়েছে। জল কমলে কিছুটা স্বস্তি বোধ করলেও ,ফের অস্বস্তি বাড়িয়ে তুলল সেই কংসাবতী। কারণ নতুন করে ডিভিসি জল ছাড়ার ফলে ফুলে ফেঁপে ফুঁসছে কংসাবতী। যে কোনো মুহূর্তে ভাসিয়ে দিতে পারে গোটা পাঁশকুড়া। সেই কারনে পাঁশকুড়া ব্লক প্রশাসন তৎপর হয়ে ইতিমধ্যে কংসাবতীর বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে নেমে পড়েছে। পাঁশকুড়া ১ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেক হানিফ মহম্মদ ও পূর্ব মেদিনীপুরের ডি এম নদীপাড় পরিদর্শন করেন। পাশাপাশি ব্লকের মধ্যে হাজার হাজার ত্রিপল স্টক করা হয়েছে। জেনারেটার সহ লাইট প্রস্তুত করা হয়েছে রাতের পরিস্থিতির জন্য, গাড়ি ভর্তি বস্তা প্রস্তুত করে রাখা হয় বাঁধ মেরামতের জন্য। বন্যা পরিস্থিতি রুখতে সদা সতর্ক পাঁশকুড়া ব্লক প্রশাসন ।