নিজস্ব প্রতিনিধিঃ ভবানীপুর কেন্দ্রে শেষ হয়েছে ভোট। যদিও ভোট পরবর্তী বর্জ্য যথেষ্ট জমে রয়েছে বুথগুলিতে। আর সেই 'জঞ্জাল' পরিষ্কার করতে এল বায়ো মেডিকেল বর্জ্য প্রধান গ্রিনটেক। ৯৮টি বুথ পরিষ্কারের কাজে নেমেছে গ্রিনটেক। থেকে বায়োমেডিকেল বর্জ্য পরিষ্কার করে। ২০১৬-র আইন অনুযায়ী, বায়োমেডিকেল ওয়েস্ট পরিবেশের জন্য খুবই বিপজ্জনক। মহামারীর সময়ে আরও তা বিপজ্জনক হতে পারে। ফলে এটি দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া দরকার। গ্রিনটেক নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কোভিড প্রোটোকল মেনে যে সমস্ত ক্লাব এবং স্কুল গুলিতে নির্বাচন পরিচালিত হয়েছিল তা পরিষ্কার করার কাজে নিয়োজিত হয়। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের অফিস নোডাল এজেন্সি। গ্রিনটেকের ম্যানেজিং ডিরেক্টর রমাকান্ত বর্মন জানান, 'আমরা পশ্চিমবঙ্গের কোভিড বর্জ্যের সবচেয়ে বড় হ্যান্ডলার'।