দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ গত দুদিনের লাগাতার বৃষ্টির জেরে ডেবরার কাঁসাই নদী ফুঁসছে। ইতিমধ্যে গতকাল মুকুটমনিপুর জলাধার থেকে জল ছেড়েছে। বাঁকুড়া,পুরুলিয়ার প্রবল বৃষ্টির জল কাঁসাই দিয়ে আসার ফলেই এই পরিস্থিতি। ইতিমধ্যে জলের তলায় একরের পর একর জমি। তারপর আবার নতুন করে নদীর জল এলাকায় ঢুকতে চিন্তিত এলাকার মানুষজন। দুপুরের পর বাঁকুড়ার বৃষ্টির জল ও জলাধার থেকে ছাড়া জল ডেবরায় প্রবেশ করবে। তার আগেই ফুলে ফেঁপে উঠেছে নদী। আপাতত শুক্রবার সকাল থেকে অল্প সংখ্যক লোক নিয়ে খেয়া পারাপার করছে ঘাটমালিকরা। ইতিমধ্যে ভবানীপুর অঞ্চল,সত্যপুর অঞ্চল, ভরতপুর অঞ্চল, লোয়াদা অঞ্চলের নদী তীরবর্তী এলাকার মানুষকে মাইকিং করে সচেতন করা হচ্ছে। অনেককে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।