নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার স্বচ্ছ ভারত মিশন নিয়ে বক্তব্য রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, '১০ কোটির বেশী শৌচালয় তৈরি করা হয়েছে। নদীর দূষণ দূরীকরণে জোর দেওয়া হচ্ছে। জঞ্জাল মুক্ত শহর গড়াই হল আমাদের লক্ষ্য। সাফাইকর্মীরা এই অভিযানের মহানায়ক। আমাদের সরকার শহরের উন্নয়নে ৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। আজ ভারত প্রতিদিন ১ লক্ষ টন বর্জ্য প্রসেস করছে। কিন্তু আমাদের এই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।'