নিজস্ব সংবাদদাতাঃ পুজোর রাত্রিতে সাধারণের জন্য ছাড় দেওয়া হল নবান্ন থেকে। ১০-২০ অক্টোবর পর্যন্ত থাকছে না কোনো রাত্রিকালীন বিধিনিষেধ। অর্থাৎ সাধারণ মানুষ দুর্গাপুজোর পঞ্চমী থেকে লক্ষীপুজোর রাত পর্যন্ত স্বাধীনভাবে রাতে ঘোরাঘুরি করতে পারে। করোনাকালে উৎসব ও তারজন্য বিধিনিষেধে ছাড় থাকার জন্য এক মাস বাড়ল রাজ্যে বিধি নিষেধের মেয়াদ।