ইউ.পি.এস.সি পরিক্ষায় ৮৭ র‍্যাঙ্ক করল শিলিগুড়ির রিকি

author-image
Harmeet
New Update
ইউ.পি.এস.সি পরিক্ষায় ৮৭ র‍্যাঙ্ক করল শিলিগুড়ির রিকি


সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: ইউ.পি.এস.সি পরিক্ষায় ৮৭ র‍্যাঙ্ক করায় রিকি আগারওয়ালকে সংবর্ধিত করলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। বৃহস্পতিবার শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডের আপার ভানু নগরের একটি বেসরকারি আবাসনে রিকির বাড়িতে যান গৌতম বাবু। সেখানে ফুল মিস্টি দিয়ে তাঁকে সংবর্ধনা জানান তিনি। রিকি ২০১৭ সালে প্রথমবার ইউ.পি.এস.সি পাশ করেন। সেই সময় তাঁর র‍্যাঙ্ক ছিল ৫৪৭। এরপরই সে কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ফিন্যান্স এর কাজে যোগ দেন। তবে প্রশাসনিক পদে থেকে দায়িত্ব সামলানোর স্বপ্ন রিকির চোখে বরাবরই ছিল। সেই মতো ২০২০-র ইউপিএসসি-র জন্য প্রস্তুতি শুরু করেছিল রিকি। মহামারির কারণে পরীক্ষার শিডিউল কিছুটা পরিবর্তন হলেও স্বপ্ন দেখতে ছাড়েনি একদা আই.আই.টি খড়গপুরের এই প্রাক্তনী। এদিন বেশ কিছুক্ষণ গৌতম দেব রিকির ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি, তাঁকে এরাজ্যে থেকেই প্রশাসনিক দায়িত্বে আসার আবেদন জানান তিনি।