রাহুল পাশোয়ান, আসানসোলঃ সালানপুর থানার অন্তর্গত রূপনরায়নপুর গ্রাম পঞ্চায়েতের পিঠাকেয়ারীর বাসিন্দা ঝুমুর চ্যাটার্জী ও তার স্বামী কে স্বনির্ভর মহিলা গোষ্ঠীর কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে আটক করল সালানপুর থানার পুলিশ। তাঁদের মেয়েকেও পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন। গ্রেফতার হওয়া ওই দু’জন এখন বিচার বিভাগীয় হেফাজতে আছেন বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার সম্পর্কে জানা যায় সালানপুর ব্লকের বেশ কিছু মহিলা স্বনির্ভর গোষ্ঠী একত্রিত হয়ে নিজেদের স্বনির্ভর করতে কিছু গোষ্ঠী তৈরি করেন আর ঐ সকল মহিলা গোষ্ঠীর সভানেত্রী ছিলেন দেন্দুয়া পঞ্চায়েতের বাঁশকেটিয়া এলাকার আইসিডিএস কেন্দ্রের কর্মী ঝুমুর চ্যাটার্জী। তিনি পিঠাকেয়ারীর বাসিন্দা।
প্রতাপপুর আদিবাসী এলাকার বেশ কয়েকটি স্বয়ম্ভর গোষ্ঠী নিয়ে গঠিত প্রেরণা উপসংঘের নেত্রী ছিলেন তিনি। আর সরকারি নিয়মঅনুযায়ী ২০১৮ সাল থেকেই এই সব স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের স্বনির্ভর গড়ে তুলতে রূপনারায়নপুর স্টেট ব্যাংক থেকে বিভিন্ন গোষ্ঠীর নামে ঋণ গ্রহণ করেছিলেন। যার মধ্যে অন্নপূর্ণা,নয়াসাগেন,সিধু কানু, ফোগাল,তারাস, আদিবাসী প্রতাপপুর ও মার্শাল এই সাতটি আদিবাসী মহিলা গোষ্ঠী ২০১৮ সাল থেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন ব্যাবসা চালাতেন। ঐ সকল আদিবাসী মহিলা গোষ্ঠীর অভিযোগ যে তারা ঋণের মাসিক যে টাকা জমা করতেন তা ব্যাংকে জমাই পড়তো না। প্রায় সকল গোষ্ঠী মিলিয়ে টাকার অঙ্ক ৯ লক্ষ এর বেশি। অবশেষে ব্যাঙ্কে ঋণের বোঝা বেড়ে যাওয়ায় ব্যাঙ্কের ঋণ গিয়ে দাঁড়ায় প্রায় ১৮ লাখ। উপজাতি সেলের সুপারিশক্রমে সালানপুর থানায় ঝুমুরের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়।
এরপরই এসিপি(কুলটি) ওমর আলি মোল্লার নেতৃত্বে ঝুমুর চ্যাটার্জী ও তার স্বামী শেখর চ্যাটার্জিকে পুলিশ গ্রেফতার করে বলে এসিপি জানান।