নিজস্ব সংবাদদাতাঃ তিয়ালা থেকে চণ্ডীগড়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত্ সিং চান্নির সঙ্গে দেখা করার জন্য এই দীর্ঘ পথ ড্রাইভ করে গেলেন কংগ্রেস নেতা নভজ্যোত্ সিং সিধু। বিকাল তিনটেয় বৈঠকে বসেন দু'জনে। মঙ্গলবার সিধু পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতির পদে ইস্তফা দেন। কিন্তু এদিন চান্নির সঙ্গে তাঁর বৈঠকের পরে অনেকেই মনে করছেন, সিধু হয়তো প্রদেশ কংগ্রেস সভাপতির পদ নাও ছাড়তে পারেন। ২০২২ সালে পাঞ্জাবে বিধানসভা ভোট হবে। এদিন সকালে সিধুর ঘনিষ্ঠ এক কংগ্রেস নেতাও বলেন, প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক সিধুর নেতৃত্বেই সম্ভবত আগামী বছরে ভোটে লড়বে কংগ্রেস। এদিন দুপুরে সিধু টুইট করে বলেন, 'মুখ্যমন্ত্রী আমাকে আলোচনার জন্য ডেকেছেন। তাঁর সঙ্গে যে কোনও বিষয় নিয়েই আমি কথা বলতে পারি।' সিধুর উপদেষ্টা মহম্মদ মুস্তাফা বলেন, 'শীঘ্রই সব বিতর্কের অবসান হবে।'