বাংলা ধারাবাহিকের TRP তালিকা, কে পেল প্রথম স্থান?

author-image
Harmeet
New Update
বাংলা ধারাবাহিকের TRP তালিকা, কে পেল প্রথম স্থান?


নিজস্ব সংবাদদাতাঃ  জমজমাট বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার মানেই টিআরপি তালিকা প্রকাশ্যের দিন, আর চলতি সপ্তাহেও টিআরপির দৌড়ে প্রথমস্থান হেলায় দখলে রাখল ‘মিঠাই’। প্রতিবারের মতো এবারেও সবথেকে বেশি টিআরপি রেটিং পেয়েছে 'মিঠাই' (১০.৮)। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে 'অপরাজিতা অপু' (৮.৪) এবং তৃতীয় স্থান দখল করেছে 'উমা' (৮.১)।