দিগবিজয় মাহালি,পশ্চিম মেদিনীপুরঃ এদিন নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল ২০২ তম জন্মবার্ষিকী। প্রতি বছর বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে বিদ্যাসাগর মহাশয়ের জন্ম দিবস পালিত হল ঘাটালের বীরসিংহ গ্রামে। বাংলা তারিখ মেনেই বিদ্যাসাগরের জন্মদিনে বিদ্যাসাগর স্মৃতিরক্ষা মন্দিরে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক রেশমি কমল। রাজ্য যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত বিদ্যাসাগরের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার দীনেশ কুমার, মন্ত্রী মানস ভুঁইয়া,শিউলি সাহা সহ মহকুমা প্রশাসক ও জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক। বীরসিংহ গ্রামের পার্শ্ববর্তী এলাকা সহ দূর-দূরান্ত থেকে বহু মানুষ বিদ্যাসাগর মহাশয়কে সম্মান জানাতে ছুটে এসেছিলেন তার জন্মভূমিতে। অনুষ্ঠানের মূল মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক দাবি করেন,বীরসিংহ এলাকার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী বীরসিংহ উন্নয়ন পর্ষদ ঘোষণা করেছিলেন এবং এলাকার উন্নয়ন সংস্কারমুলক কাজে ৩ কোটি ১৩ লক্ষ টাকা বরাদ্দও করেছেন।