নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। বাঙালি তাঁদের শ্রেষ্ঠ উৎসব নিয়ে মেতে উঠবে। স্বভাবতই চারিদিকে পুজোর প্রস্তুতি তুঙ্গে। এই তালিকায় বাদ পড়েনি বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবও। বংশপরম্পরায় ঘরামি কারিগররা নিজেদের পেশা টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন। গ্রামের বাড়ি নির্মাণ পদ্ধতিতে আধুনিক পাকা বাড়ি নির্মাণের প্রবণতায় হারিয়ে যেতে বসেছে তাঁদের হাতের কাজ। দশ হাতে ভার্গভী ভরসা দিচ্ছেন ঘরামীদের। ঘরামি শুনতে পান, “তোমার শ্রদ্ধা, তোমার আন্তরিকতা, তোমার সমর্পণ যত পূর্ণতর হয়ে উঠবে। মায়ের করুনা ও অভয় ততই তোমাকে ঘিরে রাখবে"। বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের এবারের নিবেদন 'ঘরামিদের ঘরের পুজো'।