ক্যাটরিনার লুক অ্যালাইক, দেখে আপনিও অবাক হবেন

author-image
Harmeet
New Update
ক্যাটরিনার লুক অ্যালাইক, দেখে আপনিও অবাক হবেন


নিজস্ব সংবাদদাতাঃ  কে এই মহিলা ক্যাটরিনা নাকি অ্যালিনা রাই? নামে হয়তো তাঁকে আপনি চেনেন না। কিন্তু তাঁর ছবি দেখলে ভাববেন, ভুল করে ক্যাটরিনা কাইফের ছবি দেখছেন। আসলে সেটা অ্যালিনারই ছবি। কিন্তু ভুল হওয়ার কারণ, ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর সাদৃশ্য। অ্যালিনা হলেন বলি অভিনেত্রী ক্যাটরিনার লুক অ্যালাইক। পেশায় তিনি ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটার। ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করেন দুই লক্ষ ফলোয়ারের জন্য। ক্যাটরিনার সঙ্গে তাঁর এই অবাক করা সাদৃশ্য দেখে হতবাক দর্শক।