ভ্রমণে দার্জিলিং

author-image
Harmeet
New Update
ভ্রমণে দার্জিলিং



নিজস্ব সংবাদদাতাঃ দমবন্ধ করা কলকাতার পুজোর বাইরে প্রিয় মানুষটাকে পেতে হলে চলে আসতে হবে দার্জিলিং। এই অক্টোবর-এর মতো সময় করে গেলে পাহাড়ের তীব্র ঠাণ্ডা আপনাদের কষ্টও দেবে না। হাল্কা শীতের চাদরে তাকে মুড়ে এক সাথে উপভোগ করা যেতে পারে এই সুন্দর পরিবেশ। সাধারণত ৩ দিনেই আপনি দার্জিলিংকে উপভোগ করতেই পারেন। কিন্তু যদি আপনি পাহাড়ের কোলে আপনার সেই মানুষটার সাথে এমন পরিবেশ উপভোগ করতে চান তাহলে পাহাড়ের এই মোহময়ী রাণি দার্জিলিঙে এক সপ্তাহ আপনাকে কাটিয়ে যেতেই হবে। ভোরে কাঞ্চনজঙ্ঘার লাল রূপ থেকে সারাদিন ম্যালে বাজার করে, রাতে পাশের পাহাড়ের আলোক মালা দেখতে দেখতে বন ফায়ারের হাল্কা উষ্ণতায় নিজদের সেঁকে নিতে মন চাইলে দার্জিলিং আপনার জন্য অপেক্ষা করবে।