ভবানীপুরের ভোট নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

author-image
Harmeet
New Update
ভবানীপুরের ভোট নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

দিগবিজয় মাহালি,পশ্চিম মেদিনীপুরঃ  এক ঘণ্টা হলো ভবানীপুরে ভোট শান্তিপূর্ণভাবে চলছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ বলেন।  প্রথমে তো শান্তির দিকেই থাকে। পরে কিন্তু ওতপাত করতে শুরু করে দেয়, আমরা চাইব পুরো ভোটটাই যেন শান্তিপূর্ণভাবে হয়। জঙ্গিপুর সামসেরগঞ্জ সবসময়ই উত্তপ্ত এলাকা। মমতা ব্যানার্জী  আশি হাজার ভোটে জিতবেন বলে দাবি করছেন, দিলীপ ঘোষ বললেন একবার নন্দীগ্রামটা মনে করে নিন তারপর ডায়লগ দিন।  আমরা আগে অটো, টোটো করে ভোটারদের ভোট দিতে নিয়ে আসতাম এখন ভবানীপুরে ভোটারদের নৌকা করে নিয়ে এসে ভোট দিতে হবে সেই পরিস্থিতি দাঁড়িয়ে আছে।  আজ খড়্গপুর শহরে প্রথমে চা চক্র এবং পরে খড়্গপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে ত্রিপল  বিলি করতে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি এবং মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ।