চলুন ঘুরে আসি

author-image
Harmeet
New Update
চলুন ঘুরে আসি



নিজস্ব সংবাদদাতাঃ পুজোর ভীড় কাটিয়ে একটু নিরিবিলিতে ঘুরে আসতে কার না মন চায়। এমন সুন্দর জায়গায় প্রাণ ভোরে নিশ্বাস নিতে হলে চলে আসতে হবে সেনচাল লেকে। সেনচাল একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। দার্জিলিং-এর মূল শহর থেকে প্রায় ১০-১৫ কিমি দূরে অবস্থিত। এটি ভারতের বন্যপ্রাণী অভয়ারণ্যগুলির মধ্যে একটি। সমতল থেকে এর উচ্চতা ১৫০০ থেকে ২৬০০ মিটার। এটি হরিণ, বন্য শুকর, হিমালয়ের কালো ভাল্লুক, চিতাবাঘ, উড়ন্ত কাঠবিড়ালি ইত্যাদির জন্য বিখ্যাত। দুটি সেনচাল হ্রদ দার্জিলিং শহরে পানীয় জল সরবরাহ করে।