নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১৫ অক্টোবর দুর্গাপুজোর শেষ দিন। সেই দিনটা আপনাকে ফ্রি থাকার অনুরোধ করলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। রীতিমতো প্রকাশ্যে জানালেন সেভ দ্য ডেট। কিন্তু কেন? ওই দিন বিশেষ কোন ঘটনা ঘটবে! রুক্মিণী এখন শুধুমাত্র টলিউডের নয়, বলিউডেরও অভিনেত্রী। বিদ্যুৎ জামালের সঙ্গে ‘সনক’-এর কাজ শেষ করে ফেলেছেন। ‘সনক’ই বলিউডে তাঁর ডেবিউ ছবি। আর সে ছবিই মুক্তি পাবে আগামী ১৫ অক্টোবর। আপনার প্ল্যাটফর্ম ডিজনি হটস্টার। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য এখন থেকেই ডেট সেভ করতে অনুরোধ করলেন রুক্মিণী। সদ্য সোশ্যাল মিডিয়ায় ‘সনক’-এর একটি পোস্টার শেয়ার করেছেন রুক্মিণী।