নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ কেলেঘাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, ভগবানপুর প্রভৃতি এলাকা। গ্রামের পর গ্রাম এখনও জলের তলায়। আর এহেন অবস্থায় পটাশপুর ১ নম্বর ব্লকে কেলেঘাই নদীর বাঁধের ভাঙা অংশ মেরামতির কাজ শুরু করল জেলা প্রশাসন। ভেসেল ও ড্রেজারের সাহায্য নিয়ে নদীগর্ভ থেকে মাটি তুলে বাঁধ সারানোর কাজ চলছে। সেচমন্ত্রীর দাবি, বাঁধের এমনই অবস্থা যে, গাড়িতে মাটি নিয়ে যাওয়ার উপায় নেই। তাই নদী থেকেই মাটি তুলে বাঁধ মেরামতির কাজ হচ্ছে। তবে এই পরিস্থিতিতে এরই মধ্যে দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।