সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ যুগ বদলেছে। আলিপুরদুয়ারের বীরপাড়ার কুমোরটুলি থেকে কলসি, হাড়ি এখন আর গরুর গাড়ি করে হাটে যায় না। প্লাস্টিকের জিনিসে ছেয়ে গিয়েছে বাজার। মাটির জিনিসের বিক্রি নেই,স্বাভাবিক ভাবেই চিন্তার ভাঁজ ফেলেছে কুমোরটুলির কুমোরদের।দীর্ঘদিন থেকেই পুজোর উপকরণ ছাড়া তেমন ভাবে বিক্রি নেই মাটির অন্যান্য জিনিসের।পূর্বপুরুষদের করা এই পেশার সাথে যুক্ত বেশ কয়েকটি পরিবার কঠিন সমস্যার মধ্যেই দিনযাপন করছেন। সরকারি ভাবে কোনো সাহায্য মেলেনি কুমোরদের।বেশীর ভাগ কুমোর এখন এই পেশা ছেড়ে অন্য পেশায় যেতে চাইছেন।সবমিলিয়ে আলিপুরদুয়ারের বীরপাড়ার কুমোরপাড়ায় এখন আঁধার।