নিজস্ব সংবাদদাতাঃ স্থায়ী সভাপতি না থাকায় সোনিয়া গান্ধীকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন কংগ্রেসের বিক্ষুব্ধ নেতারা। জি ২৩ অর্থাৎ, কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের পক্ষ থেকে চিঠি দিয়েছেন গুলাম নবি আজাদ। সেই চিঠি প্রসঙ্গেই কথা বলতে গিয়ে বুধবার এক সাংবাদিক বৈঠক করে নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক সওয়াল দাগেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। “কংগ্রেসে এখন কোনও নির্বাচিত সভাপতি নেই। তাহলে সিদ্ধান্তগুলো নিচ্ছে কে? কেউ জানতে পারছি না কারা দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। আমরা জি-২৩, জি হুজুর-২৩ নয়। আমরা সমস্যাগুলি তুলতে থাকব,” কার্যত দলের বিরুদ্ধেই একের পর এক তোপ দেগে বলেন সিব্বল।