বেসরকারি স্কুলের ফি কমানো নিয়ে মিলল না কোনও সুরাহা

author-image
Harmeet
New Update
বেসরকারি স্কুলের ফি কমানো নিয়ে মিলল না কোনও সুরাহা

​সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটি (জেডিএ)-র ডাকা বৈঠকে বেসরকারি স্কুলের ফি কমানো নিয়ে মিলল না কোনও সুরাহা। আগামীতে ফের বৈঠকের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন জেডিএ’র চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা।বেসরকারি স্কুলের ফি কমানোর দাবিতে সম্প্রতি জয়গাঁ সুপার মার্কেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন অভিভাবকরা। এরপর তাঁদের একটি প্রতিনিধি দল স্কুল ফি কমানোর দাবিতে জেডিএ’তে স্মারকলিপি জমা দেয়। অভিভাবকরা অনুরোধ জানিয়েছিলেন, এই মহামারি পরিস্থিতিতে তাঁদের থেকে স্কুল ফি কম নেওয়া হোক। অভিভাবকদের অনুরোধে সাড়া দিয়ে বুধবার বৈঠক ডাকা হয়। উপস্থিত ছিলেন চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, জেডিএ এগজিকিউটিভ অফিসার ভূষণ শেরপা সহ আরও অনেকে। বৈঠকে ডাকা হয় অভিভাবকদের ও স্কুল কর্তৃপক্ষকেও। গঙ্গাপ্রসাদ শর্মা জানান, দু’পক্ষের বক্তব্য শোনা হয়েছে। তবে এদিন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামীতে কি সিদ্ধান্ত নেওয়া হল তা দু’পক্ষকে জানিয়ে দেওয়া হবে।