নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবে চলমান টানাপোড়েনের মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অমিত শাহের সাথে দেখা করলেন 'অপমানিত' কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিং। দিল্লিতে অমিত শাহের বাসভবনে দীর্ঘক্ষণ বৈঠক হয় দু'জনের। সন্ধ্যা ৬টার সময় অমিত শাহের বাসভবনে পৌঁছান ক্যাপ্টেন। ৭টা ১৫ নাগাদ তাঁর গাড়ি শাহের বাসভবন থেকে বেরিয়ে আসে। যদিও সেই গাড়ি ফাঁকা ছিল। মনে করা হচ্ছে শাহের কনভয়ে রয়েছেন তিনি এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। যদিও কী নিয়ে এই বৈঠক সেই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেনি কেউই। ক্যাপ্টেনের টিম এই বৈঠককে "সৌজন্য সাক্ষাৎ" বলে আখ্যায়িত করেছে। তবে ক্যাপ্টেনের ভবিষ্যত পরিকল্পনা সংক্রান্ত প্রশ্নের উত্তর এড়িয়ে গেছে। তবে জোড়ালো হচ্ছে ক্যাপ্টেনের পদ্ম যোগের গুঞ্জন।