সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ শিলিগুড়ি আদালতে খুনের অপরাধে অভিযুক্তকে যাবজ্জীবন সাজা ঘোষণা বিচারপতির। উল্লেখ্য প্রায় ৮ বছর আগে ২০১৩ সালের ৩০ অক্টোবর দুলাল সিংহ নামে এক ব্যাক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে প্রভাত সিংহ। আহতকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বললে ঘোষণা করে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয় শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থানায়। দীর্ঘদিন মামলা চলার পর বিচারক বুধবার যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করে। সরকার পক্ষের আইনজীবী পীযুষ কান্তি ঘোষ জানান, খুনের অভিযোগে প্রভাত সিংহকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন বিচারক। সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ঘোষনা করেন অনাদায়ে আরও আড়াই বছর জেল।