ষষ্ঠী থেকে দশমী কীভাবে সাজিয়ে তুলবেন নিজেকে?

author-image
Harmeet
New Update
ষষ্ঠী থেকে দশমী কীভাবে সাজিয়ে তুলবেন নিজেকে?

​নিজস্ব সংবাদদাতাঃ পুজোর পাঁচ দিনের সাজ নিয়ে মেয়েরা পাঁচ মাস আগে থেকে ভাবনা চিন্তা শুরু করে দেয়। তাই পুজোর ওই পাঁচ দিন কীভাবে সাজিয়ে তুলবেন নিজেকে জেনে নিন। 

ষষ্ঠীতে পরুন কুর্তি সঙ্গে মানানসই পালাজো। মুখে হালকা মেকআপ।

সপ্তমীতে বেছে নিন একটা সুন্দর ওয়ান পিস। সঙ্গে মানানসই গয়না। 

অষ্টমীর জন্যে তোলা থাক শাড়ি। সঙ্গে কনট্রাস্ট রঙের ব্লাউজ। 

নবমীতে একেবারে ওয়েস্টার্ন লুক ট্রাই করুন। 

দশমীতে ঠাকুর দেখার প্ল্যান সেভাবে কেউ রাখে না। মায়ের ভাসানে গেলে পরনে থাক লাল রঙের শাড়ি বা কুর্তি।