নিজস্ব সংবাদদাতাঃ পুজোর সময় সঠিক জুতো না পরলে মাঝ রাস্তায় গিয়ে পড়তে হবে বিপদে। তাই পুজোয় সম্ভব হলে একটা হিল এবং একটা ফ্যাট জুতো কিনে রাখুন। জুতো গুলি কিনে বাড়িতে বেশ কয়েকবার পরে হাঁটা অভ্যাস করুন। যেদিন হোল নাইট বা হোল ডে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান রয়েছে সেদিন ফ্ল্যাট জুতোটাই পরুন। আর যেদিন অল্পক্ষণের জন্যে বেরবেন সেদিন পরুন হিল জুতোটি।