নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুরঃ স্বাধীনতার মুক্তির স্বাদ যার হাত দিয়ে মেদিনীপুরবাসী পেয়েছিলেন তিনি হলেন শহীদ মাতঙ্গিনী হাজরা। আজ ওনার ৮০ তম আত্ম বলিদান দিবস। বছরের পর বছর ব্রিটিশ শাসনের অমানবিক অত্যাচার আর সহ্য করতে না পেরে এক হাতে শঙ্খ আর এক হাতে জাতীয় পতাকা নিয়ে তমলুকে বান পুকুরের দিকে এগিয়ে যাচ্ছেন মাতঙ্গিনী হাজরা। মুখে একটাই ধ্বনি 'ইংরেজ তুমি ভারত ছাড়ো'। তমলুকের বান পুকুরের ধারে তমলুক কোর্টের পেছনে কিছুটা এগিয়ে যাবার পরেই ব্রিটিশ পুলিশের গুলিতে মৃত্যুর মুখে ঢলে পড়েন মাতঙ্গিনী হাজরা। মৃত্যুর মুখে দাঁড়িয়েও মাতঙ্গিনী হাজরা বলেছিলেন' ইংরেজ তুমি ভারত ছাড়ো' 'বন্দেমাতরম'। আজ সেই মহান শহীদ মাতঙ্গিনী হাজরার ৮০ তম আত্ম বলিদান দিবস। শহীদ মাতঙ্গিনী হাজরার আলিনাম গ্রামে গিয়ে শহীদ জননীকে শ্রদ্ধার্ঘ্য জানালেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, বিডিও অমিত কুমার গায়েন, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি রাকেশ হাজরা, প্রমূখ। প্রথমে তমলুকের বানপুকুর যেখানে শহীদ মাতঙ্গিনী হাজরা মৃত্যুবরণ করেছিলেন সেখানে গিয়ে মাল্যদান করেন করেন। এর পরে আনিলাম গ্রামে গিয়ে মাতঙ্গিনী হাজরার জন্ম ভিটেতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।