নিজস্ব সংবাদদাতাঃ আজ ২৯ সেপ্টেম্বর বাংলার প্রয়াত অভিনেতা তাপস পালের জন্মবার্ষীকি। জন্মদিনে ফিরে দেখা যাক তাপস পালের চলচ্চিত্র জীবন। ১৯৮০ সালে 'দাদার কীর্তি' ছবি দিয়ে তার প্রথম চলচ্চিত্রে হাতেখড়ি। ছবির অসাধারণ সাফল্যের পর তার ঝুলিতে আসতে থাকে একের পর এক ছবি। সেকালের জনপ্রিয় সুন্দরী নায়িকা দেবশ্রী রায়, শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে অভিনেতার জুটি অনায়াসে নজর কাড়ে দর্শকদের। নিজের চলচ্চিত্র জীবনে মোট ৭টি অ্যাওয়ার্ড পেয়েছিলেন তাপস পাল। তার মধ্যে একটি রয়েছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ১৯৮১ সালে বিজয় বোস পরিচালিত ছবি 'সাহেব' তাকে এনে দিয়েছিল এই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডটি। ১৯৮৪ সালে তিনি বলিউডে ডেবিউ করেছিলেন 'অবোধ' ছবি দিয়ে। তার বিপরীতে ছিলেন মাধুরী দীক্ষিত। গতবছর ১৮ ফেব্রুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন অভিনেতা।